১০০- সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্য

 সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্যঃ


জানুয়ারি ২০২৪ঃ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক প্রকাশিত খানা আয় ও ব্যয় জরিপ ২০২২ঃ

১. বাংলাদেশে দারিদ্র্যের হার- ১৮.৭%

২. বাংলাদেশে অতি দারিদ্র্যের হার- ৫.৬%

৩. জনপ্রতি দৈনিক ক্যালরি গ্রহণের পরিমাণ- ২,৩৯৩ কিলোক্যালরি

৪. একজন মানুষের মাসিক গড় আয়- ৭,৬১৪ টাকা

৫. সাক্ষরতার হার (৭ বছর ও তদূর্ধ্ব)- ৭৪%

৬. বিদ্যুৎ সুবিধাভোগীর খানার হার- ৯৯.৩৪%


খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক প্রকাশিত বিশ্ব খাদ্য ও কৃষি বিষয়ক পরিসংখ্যান বর্ষপুঞ্জি ২০২৩ঃ

বর্ষপুঞ্জি অনুযায়ী ২০২১ সালে-

৭. চীন শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে যে ক্ষেত্রে= খাদ্য আমদানি, ধান উৎপাদন, চাল আমদানি, গম উৎপাদন, ভুট্টা আমদানি, আলু উৎপাদন, সয়াবিন তেল উৎপাদন, সবজি উৎপাদন, ফল উৎপাদন, মৎস্য উৎপাদন, সামুদ্রিক মাছ আহরণ, মিঠা পানির মাছ উৎপাদন।

৮. যুক্তরাষ্ট্র শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে যে ক্ষেত্রে= খাদ্য রপ্তানি, ভুট্টা উৎপাদন, ভুট্টা রপ্তানি।

৯. ভারত শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে ক্ষেত্রে= চাল রপ্তানি।

১০. ইন্দোনেশিয়া শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে যে ক্ষেত্রে= গম আমদানি, পাম অয়েল উৎপাদন।

১১. ব্রাজিল শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে ক্ষেত্রে= চিনি উৎপাদন।

১২. রাশিয়া শীর্ষ দেশ হিসেবে রয়েছে যে ক্ষেত্রে= গম রপ্তানি।

১৩. বাংলাদেশের অবস্থান= খাদ্য আমদানিতে ৩য়, ধান উৎপাদনে ৩য়, চাল আমদানিতে ৩য়, গম আমদানিতে ৭ম, আলু উৎপাদনে ৭ম, মৎস্য উৎপাদনে ৮ম, সামুদ্রিক মাছ আহরণে ৩০তম, মিঠা পানির মাছ উৎপাদনে ৫ম।


সামরিক ব্যয় র‌্যাংকিং

১৪. সামরিক খাতে ব্যয়ে শীর্ষ দেশ যুুক্তরাষ্ট্র (বাংলাদেশের অবস্থান ৫০তম)।

বিশ্বের ক্ষমতাধর নারী

১৫. বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী উরসুলা ভন ডার লেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। (বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান ৪৬তম)

বিশ্বের ব্যয়বহুল শহর

১৬. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর সিটি এবং জুরিখ, সুইজারল্যান্ড।

১৭. বিশ্বের সবচেয়ে সস্তা শহর- দামেস্ক, সিরিয়া।


বর্ষসেরা ব্যক্তি

১৮. ২০২৩ সালের টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হন- যুক্তরাষ্ট্রের পপ গায়িকা টেইলর সুইফট।

প্রবাসী আয়

১৯. বিশ্বে প্রবাসী আয়ে শীর্ষ দেশ- ভারত (বাংলাদেশের অবস্থান- ৭ম)।আফিম উৎপাদন

২০. বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ- মিয়ানমার।


জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সিঃ

২১. জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি গঠন করা হয়- ৭ নভেম্বর ২০২৩

নতুন দুইটি পল্লী উন্নয়ন একাডেমিঃ

২২. নতুন দুইটি পল্লী উন্নয়ন একাডেমি- শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি; ও শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি;

২৩. বর্তমানে দেশে পল্লী উন্নয়ন একাডেমির সংখ্যা- ৪টি।

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপঃ

২৪. অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের অংশগ্রহণকারী দল- ৮টি।

২৫. অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ান দেশ- বাংলাদেশ।

২৬. বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড আউট’ হন- মুশফিকুর রহিম।


স্বল্পোন্নত দেশঃ

২৭. বর্তমানে বিশ্বে স্বল্পোন্নত দেশের সংখ্যা- ৪৫ টি।

২৮. সর্বশেষ কোন দেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটে- ভূটান।


২৯. ভাস্কর্য ধ্রুব-৭২ কোথায় অবস্থিত- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে।

৩০. ২০২৩ সালে বেগম রোকেয়া পদকপ্রাপ্ত- 

নারী শিক্ষায় বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম

নারী অধিকার প্রতিষ্ঠায় চিকিৎসক হালিদা হানুম আখতার

নারীর আর্থ-সামাজিক উন্নয়নে নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ দিনা,

পল্লী উন্নয়নে ঠাকুরগাঁওয়ের রণিতা বালা, ওনারী জাগরণে উদ্বুদ্ধকরণে নিশাত মজুমদার।

পরবর্তী পৃষ্ঠা--- ১০১, ১০২, ১০৩, ১০৪,----৫০০, ৫০১, ৫০২, ৫০৩, ৫০৪

----------------------------------

Hot Jobs